বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
সোমবার এ অভিযানের নের্তৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মো: আমিরুল ইসলাম মাসুদ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম হিসেবে গোলাপগঞ্জ চৌমুহনী বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ সহ বিভিন্ন অভিযোগে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টা জরিমানা করা হয়।