বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটায় দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মে) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহরে টেকনিক্যাল স্কুল সংলগ্ন টিলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেখানেই আমরা টিলাকাটার খবর পাচ্ছি আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।