বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের বিছানাকান্দিতে বাড়ি শিশু আফোয়ানের। তার বয়স এক বছর তিন মাস। খেলার ছলে গিলে ফেলে লোহার পেরেক। যা ১৭ দিন পর শিশুটির পেট থেকে ব্রংকোটমি করে বের করা হয়।
শনিবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা গেছে, গিলে ফেলা পেরেকটি শিশুর ডান ফুসফুসের নিচের লোবের ভেতরে ঢুকে যায়। পরে তাকে সিলেটে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর দুইবার ব্রংকসকপির মাধ্যমে বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রেফার করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।
পেরেক গিলে ফেলার ১৭ দিন পর হাসপাতালটিতে নিয়ে আসা হয় শিশুটিকে। এসময় ইনস্টিটিউটের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার অংশগ্রহণে সার্জারি ইউনিট-১ টিম ব্রংকোটমি করে এ পেরেক বের করে।
বর্তমানে শিশুটি সুস্থ হয়ে নিজ বাড়িতে চলে গেছে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ফুসফুস, খাদ্যনালীর সব জটিল অপারেশন আমাদের দেশের দক্ষ থোরাসিক সার্জন টিম প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই এসব অপারেশন ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া পরিহার করে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখতে বলা হয়েছে।