বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরে ‘হিট স্ট্রোকে’ এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে মহানগরের লালবাজারে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন- পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এখনও নিহতের নাম-ঠিকানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।