Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-05-31T04:35:56Z
সিলেট

সিলেটে পেট্রলপাম্প ও সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জ্বালানি পাম্প ও সিএনজি স্টেশনের মালিকেরা।

আগামী ৪ জুন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে বুধবার (৩১ মে) সিলেট নগরে ট্যাংকলরি মিছিল বের হবে।

গতকাল সোমবার (২৯ মে) রাতে বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রবিবার রাতে সিলেটের জ্বালানি পাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা ওই বৈঠকে অংশ নেন।

এর আগে গত শুক্রবার সকালে সদর উপজেলার পীরেরবাজার আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে ফি‌লিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ