Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-05-16T18:31:39Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ট যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরী'তে যারা মনোনীত হয়ে সাফল্য অর্জন করেছেন। 

প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরী'তে যাদের কে মনোনীত করা হয়েছে।

গত ১৪ মে উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত একটি পত্রে এসব তথ্য জানানো হয়েছে।  

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, হযরত শাহজালাল (র:) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট'র সুপার হেলাল আহমদ। শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, হযরত শাহজালাল (র:) কলেজের শিক্ষক কবিতা দাস, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট'র শিক্ষক মরিয়ম বেগম সুমা।

শ্রেষ্ঠ শিক্ষার্থী জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী তাসফিয়া মাজাবিন মাইশা, হযরত শাহজালাল (র:) কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ইমরান আহমদ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে মনোনীত করা হয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়,হযরত শাহজালাল (র:) কলেজ, চতুল আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউট।

এছাড়া, শ্রেষ্ঠ গার্ল গাইড ঋদি দে, রোভার সালমান আহমদ, রোভার শিক্ষক মো: রুহুল আমিন, রোভার গ্রুপ চিকনাগুল হযরত শাহজালাল র:) কে নির্বাচিত করা হয়।

এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে যারা মনোনীত হয়েছেন তাদের সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আব্দুল গাফফার চৌধুরী খসরু, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ,চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ। 

নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জৈন্তাপুরে যারা বিভিন্ন ক্যাটাগরী'তে নির্বাচিত হয়েছেন নিজ নিজ অবস্থান থেকে তাদের প্রতিষ্ঠানের সুনাম ও ব্যক্তির মর্যাদা অক্ষুন্ন রেখে ভবিষ্যতে আর এগিয়ে যাবেন। তাদের সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ