বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বশির উদ্দিন বলেন, ১৯৭১ সালের এইদিনে মুজিবনগর সরকার শপথ গ্রহনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু হয়। যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকার দেশ পরিচালনা করে। আমাদের নতুন প্রজন্মের নিকট ঐতিহাসিক মুজিবনগর সরকার ইতিহাস তুলে ধরতে সবাই এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আবুল ফাতে মো: রফিকুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার এবিএম খায়রুল আলম, জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপেক্ট্রর মুহিবুর রহমান,উপজেলা আনসার ভিডিপি'র কর্মকর্তা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সুলাল চৌধুরী।