বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই দুই শিশু কন্যা আপন ২ খালাতো বোন বলে জানা গেছে।
নিহতরা হলো শেখপুর গ্রামের আলকাছ মিয়ার দুই মেয়ের দুই নাতনি তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। শিশু দুটির মধ্যে একজনের বাড়ি রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মঈন উদ্দিন৷
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ফিতরের পরের দিন শেখপুর গ্রামে নানা আলকাছ মিয়ার বাড়িতে আসে আপন দুই খালাতো বোন তাছকিয়া ও ফাইজা আক্তার। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে এই দুই শিশু সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এই দুই শিশুকে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে হঠাৎ পুকুরে তাদের ভেসে উঠতে দেখেন তারা। পরে পরিবারের লোকজন তাদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক এই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।