Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-04-15T19:42:42Z
জৈন্তাপুরলিড নিউজ

সিলেট থেকে ইউরোপে রপ্তানী হবে লেবু, নাগা মরিচ, শিম ও তরমুজ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় চলিত অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম-ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২)'র আওতায় সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা হলরুমে সিআইজি'র এই কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, সরকার দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষি ব্যবস্থার উন্নয়নে প্রান্তিক কৃষকদের কল্যাণে নানা রকম সহায়তা দিয়ে যাচ্ছে। উপজেলা পর্যায়ে এলাকা ভিক্তিক গ্রুপ তৈরী করে কৃষি বিষয়ে সক্ষমতার উপর মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ফলে কৃষি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ করে খাদ্য সহ কৃষি উৎপাদান কাজে এগিয়ে এসেছেন। প্রশিক্ষণের ফলে আধুনিক ও উন্নত মানের প্রদ্বতিতে কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। 

তিনি বলেন, সিলেট অঞ্চল থেকে ইউরোপ'র বিভিন্ন দেশে জাড়া লেবু, নাগা মরিচ,শিম ও তরমুজ ইত্যাদি রপ্তানী প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিলেটের অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে এসে কৃষি কাজে সরকার ২২৬ কোটি টাকার প্রকল্প গ্রহন করেছে। খাদ্য উৎপাদন সহ কৃষি কাজে কৃষকদের আরও এগিয়ে আসতে হবে। জৈন্তাপুরে সরিষা চাষে উপজেলা পরিষদ থেকে কৃষকদের বিনা মুল্যে বীজ বিতরণ করায় তিনি সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান। সরকার আধুনিক প্রযুক্তিতে কৃষি কাজে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কৃষকদের সহযোগিতা করছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এবি এম খায়রুল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সিআইজি'র সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম,জসিম উদ্দিন,শুক্রুর আলী ও আলা উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শোহেব আহমদ। 
অনুষ্ঠান জৈন্তাপুর উপজেলার সিআইজি'র বিগত সময় থেকে এপর্যন্ত মাঠ পর্যায়ে কৃষি কাজের অগ্রগতি ও উৎপাদন সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার। অনুষ্ঠানে উপজেলার ৬০টি সিআইজি গ্রুপের সভাপতি,সাধারণ সম্পাদকগণ কংগ্রেস অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ