বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসীফ বলেন, রমজান মাস হলো আত্ম সংযোজন এর মধ্যে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাস। আত্মশুদ্ধি ও শেষ রাতে আল্লাহর দরবারে কান্নার মাধ্যমে আমরা আমাদের গুনা মাফের জন্য মহান রবের নিকট বেশি বেশি দোয়া করবো।
প্রধান অতিথি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধগতি হচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, কত মানুষ না খেয়ে রোজা রাখছে, দ্রব্য মূল্যের লাগাম যদি টেনে না ধরা হয় তাহলে আগামী নির্বাচনে দেশের জনগন এ সরকার গদি থেকে টেনে বের করবে।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার নুরুল হক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ওলির কোরআন তেলাওয়াতে শুরু হওয়া আলোচনায় বক্তব্য দেন, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, উপজেলা সহ সভাপতি আবু ফেরদাউস, মাওলানা আলী আহমদ, সিলেট পুর্ব জেলা ছাত্র মজলিসের সভাপতি রুহুল আমীন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল আহাদ।