বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন কমপক্ষে ১০ জন। রোববার পাঁচজনের পর সোমবার আরও দু’জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
আগামীকাল মঙ্গলবার আরও দুই থেকে তিন নেতা মনোনয়নপত্র কিনবেন বলে জানা গেছে। নির্বাচনের তপশিল ঘোষণা না হলেও এসব নেতারা আগে থেকে মাঠে প্রচার চালাচ্ছেন। কেউ প্রকাশ্যে পোস্টারিংসহ বিভিন্ন মাধ্যমে, আবার কেউ ভেতরে ভেতরে প্রচার চালাচ্ছেন।
সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের রোববার থেকে দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম দেওয়া হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। প্রথম দিনেই পাঁচ নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু মনোনয়নপত্র কিনেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএমএ হাসান জেবুল ও মহানগর আওয়ামী লীগ নেতা সংস্কৃতিকর্মী প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক সিসিক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনতে পারেন।
সূত্র : সমকাল