Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-04-04T14:24:29Z
গোলাপগঞ্জ

ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগান ইউএস'র নতুন কমিটি গঠন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগান ইউএস'র নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রোববার মিশিগানের হ্যামট্রামিক সিটির কাবাব হাউজ হল রুমে সংস্থার নির্বাচন কমিশনের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। 

এ সভায় নির্বাচন কমিশন ২০২৩-২০২৪ কার্যবর্ষের নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেন এবং নতুন পরিষদের সবাইকে পরিচয় করিয়ে দেন। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি মামুন উদ্দিন সামছু এবং সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন আহমদ প্রমুখ।

সভায় বিদায়ী সভাপতি মামুন উদ্দিন সামছু তার বিগত পাচঁ বছরের (২টার্ম) সংস্থার যাবতীয় আয় ব্যায়ের হিসাব এবং অনুদানের তালিকা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন।

এবারের সংস্থার নতুন কমিটি গঠনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিরাজ মিয়া।নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন মাহতাবুর রহমান, আবদুস সবুর, হেলাল উদ্দিন এবং আবদুল মান্নান।

সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মিছবাহ উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন শাপু, শাহীন আহমদ, এনু মিয়া, চুনু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শফিউল আযম মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক মোক্তার হোসেন মুক্তা, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফুয়াদ আহমেদ (রাসেল), সমাজ সেবা সম্পাদক ফয়ছল আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক কবির আহমেদ রুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুম্মান স্বাগত, কার্যনির্বাহী সদস্য নজমুল হোসেন শোভন, ছরওয়ার হোসেইন, রাসেল  আহমেদ, ইবাদুর রহমান, মামুনুর রহমান।

নব নির্বাচিত সভাপতি মিছবাহ উদ্দিন আহমদ তার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে আলোকপাত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিগান ইউএসএ বাংলাদেশে যে সকল কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল মসজিদ নির্মাণে সহযোগিতা, করোনাকালীন সময় অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ, দুস্থ মানুষদেরকে সহায়তা, শিক্ষা খাতে সহায়তা প্রদান সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ