বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ দেলোয়ার হোসেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের আব্দুল গফুরের পুত্র।
তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা সহ সিলেটের বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তথ্য প্রযুক্তিগত সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই আহমদ হোসেন সুমন নের্তৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেনকে পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে তিনটি মামলার পরোয়ানা রয়েছে