বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটে মাকে হত্যা মামলায় মেয়ের সাক্ষ্যে বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল জানান।
দণ্ডপ্রাপ্ত মো. মনির আলী (৪০) দক্ষিণ সুরমা উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করে আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।
পিপি সরওয়ার আহমদ বলেন, মামলায় ১২ জনের মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে মনির আলীর মেয়ে সাক্ষ্য দিয়েছে। পাঁচ বছর বয়সে ঘটনাটি দেখলেও নয় বছর বয়সে মেয়েটির সাক্ষ্য গ্রহণ করে আদালত।
মামলার নথির বরাতে পিপি আরও জানান, ঘটনার প্রায় ৮ বছর আগে মনির আলীর সঙ্গে তার খালাতো বোনের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। ২০১৭ সালের ৫ জুন সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার শ্বশুরবাড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন মনির আলী। এ দৃশ্য তার পাঁচবছর বয়সী মেয়ে দেখেছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা জগৎ জ্যোতি দাস ২০১৭ সালের ৩১ অক্টোবর মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। গত বছরের ২৫ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।