Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-04-05T12:53:59Z
মৌলভীবাজার

মৌলভীবাজারে কোদালের কুপে নারী চা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের কুপে লক্ষী কালিন্দি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ৩ জন।

পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা- হলেন, বিশ্বনাথ সাঁওতাল (৬০), জয়মনি সাঁওতাল (৫৫), বাবই সাঁওতাল (২৭) ও লক্ষী সাঁওতাল (২৩)।

থানাপুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাগানের ড্রেনের মাটি কাটা নিয়ে মাজদিহি চা বাগান এলাকার লক্ষী কালিন্দি ও একই এলাকার বাসিন্দা বিশনাথ সাঁওতালের মধ্যে কথা কাটাকাটিহয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিশনাথ সাঁওতাল লক্ষী কালিন্দিকে তাঁর দোকানের পাশে কোদাল দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করেন। পরে স্থানীরা উদ্ধার করে লক্ষীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত বিশনাথ সাঁওতালসহ ৪ জনকে গ্রেফতারের পর বিজ্ঞা আদালত কারাগারে প্রেরণ করেছেন।

এদিকে, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ