Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-04-09T18:06:14Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল নিরঞ্জন দাস আর নেই

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, প্রবীণ শিক্ষাবিদ নিরঞ্জন দাস আর নেই। তিনি গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় নগরীর বাগবাড়ীস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর।

তিনি স্ত্রী, ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে আত্মীয় স্বজন ও গুণগ্রাহীবৃন্দ তাঁর বাসায় এক নজর দেখতে ছুটে আসেন। রাত ১১ঘটিকায় নগরীর চালিবন্দরস্থ শ্বশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। প্রবীণ এ শিক্ষক তিন দশকেরও বেশি সময় গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমিতে প্রথমে সহকারী প্রধান শিক্ষক ও ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, প্রবীণ শিক্ষাবিদ নিরঞ্জন দাসের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।তারা তাঁর কর্মময় জীবনের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষা মন্ত্রী, জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি (এমসি একাডেমি)'র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ