বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন প্রেস ক্লাবের সদস্য দেবব্রত রায় দীপনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের কার্যকরী পরিষদের এক জরিরী সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয় এই ধরনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হতে পারে বলে সিলেট অনলাইন প্রেসক্লাব মনে করে। সাংবাদিক দীপনকে কোনরকম হয়রানী নাকরে বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করার দাবি জানান ক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ গোলজার আহমদ, কোষাধ্যক্ষ আবদুল মুহিত দিদার,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য আশীষ দে ,সাইফুল ইসলাম ও মাহমুদ খান।