Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-03-09T08:47:39Z
সিলেট

সিলেটে ছাদের ওপর থেকে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্বার

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

ওই কিশোরীর নাম দিপা রানী সিংহ (১৪)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে। ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের তাজপুরের দুলিয়ারবন্দস্থ বাসায় ভাড়া থাকে দিপার পরিবার। দিপা তাজপুর মঙ্গলচন্ডি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, গতকাল বুধবার (৮ মার্চ) রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পার্শ্বস্থ নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান তারা। তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ