বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে পৃথক স্থানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
বৃহস্পতিবার (২৩ মার্চ) পৃথক সময়ে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার ও গোলাপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।
জানা যায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রেখে যাতে ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে এজন্য গোলাপগঞ্জ বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে বেশি দামে পণ্য বিক্রি করায় গোলাপগঞ্জের আপন বাজারকে ৫ হাজার টাকা, মাংসের দোকানকে ২ হাজার টাকা ও ঢাকাদক্ষিণ বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন সহ একদল পুলিশ সহযোগিতা করেন।
অভিযান চলাকালে গোলাপগঞ্জ বাজারে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল ও ঢাকাদক্ষিণ বাজারে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ উপস্থিত ছিলেন।