বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এসএসসি-২০১৮ ব্যাচের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে কুশিয়ারা পাড়ের ৭টি গ্রামে খাদ্য বিতরণ করা হয়।
কুশিয়ারা পাড়ের হাওরতলা, শেখপুর, ফতেহপুর,কদুপুর, গোয়াসপুর, খমিয়া পাত্তন, খাটকাই , গ্রামের অসহায় মোট ১৫০ টি পারিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সফল ও সার্থক করতে যারা অর্থ প্রদান ও সহযোগিতা করেন, সাদনান আরিফ সামি, ইবাহিম রশিদ, সাদিকুর রহমান, গোলাম কিবরিয়া জুনেদ, শাকিল আহমদ, জুয়েল আহমদ, নুমান আহমদ, ইকবাল আহমদ,ছাইদুল আহমদ,আবু ছালেহ, জায়দুল আহমদ, এ কে ফাহিম, মারুফ আহমদ, আশরাফ আহমদ, তামিম আহমদ, সাজিদ আহমদ, জুমন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ইমন আহমদ প্রমুখ।