বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে টমটাম ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অনন্ত দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের সিলেট, হবিগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি মিশুক গাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের টমটমচালক ও নবীগঞ্জ উপজেলার পুরানগাও গ্রামের এক যাত্রীর মধ্যে শিবগঞ্জ বাজারে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে টমটমচালক ওই যাত্রীকে ধাক্কা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা পিকল, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ৩টি মিশুক, ২টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে হাফিজুর রহমান (৩৫), ওহি মিয়া (২১), আলা আমিন (২৩), মামুন আহমদ (২৭) ও সফিকুর ইসলামকে (৫১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ইয়াওর মিয়া (৬০), মেহেদুর রহমান (২৮), হাবিব মিয়া (২০), সাইফুল ইসলাম (২৬), কাওছার মিয়া (৩০), সেলিম উদ্দিন (২২), তাজেল মিয়া (৪৫), রাকু মিয়া (৩৪), এসআই জাহাঙ্গীর আলমকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।
সংঘর্ষের বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ বলেন, সংঘর্ষের ঘটনা কোনো পক্ষ এখনও মামলা করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।