বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট মেট্রোপলিটন এলাকার দক্ষিণ সুরমার মোগলাবাজারে দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সাইফুল ইসলাম রাসেল ওরফে শাহ রাসেল (৩৫) দক্ষিণ সুরমার নিজ জালালপুর গ্রামের প্রয়াত আজম আলী মাস্টারের ছেলে। জালালপুর ইউনিয়ন যুবদলের কর্মী।
স্থানীয় মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ জানিয়েছেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সমকালকে জানিয়েছেন, গত এক বছর ধরে রাসেল ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকও হয়েছে। রোববার ওই মাদরাসা ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় রোববার ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই রাসেলকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সূত্র : সমকাল