Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-03-15T09:36:23Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে ইউএনও এর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : জৈন্তাপুরে উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০-৩৩১০৩৭) মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।

বুধবার সকালে বিভিন্ন জনপ্রতিনিধিগণের কাছে ফোন করে কৌশলে বিভিন্ন অংকের টাকা দাবী করে এই চক্রটি।

জানা যায়, বুধবার সকারে সরকারী উন্নয়ন কাজ পরির্দশনের কথা বলে কখনও ৫ হাজার টাকা আবার কখনও ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে একটি প্রতারক চক্র। ইতিমধ্যে উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম কে ফোন করে টাকা দাবি করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।

তিনি বলেন, অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে অনেকের কাছেই টাকা চাচ্ছে প্রতারক চক্র। সবাই সতর্ক থেকে এরুপ ফোন পেয়ে বিকাশ/রকেট বা অন্য কোন ডিজিটাল মাধ্যমে কোনরুপ টাকা-পয়সা লেনদেন না করার জন্য অনুরোধ জানান তিনি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ