বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে সোনালী ইলেকট্রনিক্স প্রকল্প গোলাপগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের বিশেষ কোর্স চালু হতে যাচ্ছে।
কোর্সটি ১ম রমজান থেকে শুরু হবে এবং শেষ হবে ২৭রমজান। এ কোর্সে কম্পিউটার বেসিক, কম্পিউটার হার্ড ওয়্যার, কম্পিউটার গ্রাফিক্স এর কাজ শেখানো হবে। যারা সোনালী ইলেকট্রনিক্স প্রকল্পে কম্পিউটারের প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ২০ মার্চ পর্যন্ত ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য ০১৭১১-১৯১৪১৬ নাম্বারে যোগাযোগ করার অথবা সরাসরি গোলাপগঞ্জ চৌমুহনীস্থ মার্ভেলার্স টাওয়ারের দ্বিতীয় তলায় যোগাযোগ করার অনুরোধ জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডা: মাওলানা শামছুল হুদা।
তিনি বলেন, পবিত্র মাহে রমজানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান বন্ধ থাকে। রহমতের এই মাসটিকে কাজে লাগাতে সোনালী ইলেকট্রনিক্স প্রকল্পে কম্পিউটারের বিশেষ কোর্স স্বল্প খরচে চালু করেছে। নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করতে এই কোর্সটিতে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানাই।