বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাটে নিজ বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো ঘরের পৃথক জায়গায় পড়ে ছিল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের সূর্যল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের প্রতিবন্ধী সন্তান ইয়াসিন (১০)।
বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সূর্যল হকের মরদেহ ঘরে ঝুলন্ত, তার স্ত্রীর মরদেহ খাটের নিচে এবং প্রতিবন্ধী ছেলের মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কাজ চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেে এসেছেন।
আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, ‘খবর পেয়ে আমি স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে ঘটনাটি ঘটেছে।’
ইউপি মেম্বার আব্বাস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে ছুটে যাই। পুলিশ এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে কেউই কিছু বলতে পারছেন না।’