বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সাবেক শিক্ষামন্ত্রী, স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন পেশার মানুষের সাথে গণশুনানীতে অংশ নেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে এমপি নাহিদের সাথে মত বিনিময় করেন। মানুষের কথা এমপি নাহিদ ধর্য্য ধরে শুনে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় বিভিন্নজন নানা বিষয়ে লিখিত আবেদন পত্র উত্থাপন করলে এমপি তাতে সুপারিশ করতে দেখা যায়। দীর্ঘ সময় এমপি নাহিদ সাধারন জনগনকে সময় দিয়ে নাগরীক সমাজের বক্তব্য শুনে সহযোগিতা করার মনোভাব পোষন করায় অনেকেই সন্তোষ প্রকাশ করেন।
গণশুনানী চলাকালে আওয়ামীলীগের নেতা কর্মী ছাড়াও সমাজের সর্ব সাধারণের অংশ ছিল।
গনশুনানীর শেষ পর্যায়ে এমপি নাহিদ সবার উদ্দেশ্যে বলেন মানুষের সুখ দুঃখের কথা শোনা একজন জনপ্রতিনিধির কাজ। আমি সব সময় আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। যত দিন বেঁচে থাকব আপনাদের হয়ে কাজ করে যাব।