বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল ম্যাচে রেফারি রেফারি শিক্ষক হাসানুজ্জামান মিলনের উপরে হামলার প্রতিবাদে ৪ খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে সিলেট জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাদের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা এবং বিভাগীয় রেফারি এসোসিয়েশনের সভাপতি সমর চৌধুরীর সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় রেফারির উপর হামলার অভিযোগে ঢাকাদক্ষিন ক্রীড়া চক্রের ৩জন খেলোয়াড় ও ছিরামপুরের একজন খেলোয়াড় সহ মোট ৪জনকে নিষিদ্ধ করা হয়। তারা যে মাঠে খেলায় অংশগ্রহণ করবেন সেই মাঠে কোন রেফারি দায়িত্ব পালন করবেন না৷
এছাড়াও তারা ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারা আর কোনদিন তারা রিফারির দায়িত্ব পালন করবেন না বলেও জনান।
নিষিদ্ধ খেলোয়াড়রা হলেন রেমল আহমদ, দেলোয়ার হোসেন, শাহজাহান আহমদ এবং ছিরামপুরের জিসান মনির।
উল্লেখ গত, ১২ ফেব্রুয়ারি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ফুটবল ম্যাচ চলাকালীন সময় একটি অফসাইড ধরাকে কেন্দ্র করে কয়েকজন খেলোয়াড় রেফারিকে মারধর করেন। এ ঘটনায় সিলেট জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন এই প্রতিবাদ সভার আয়োজন করেন।