Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-02-23T11:31:00Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানযটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌর শহরের এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

জানা যায়, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ পৌর শহরে ফুটপাত দখল করে রেখেছিল কিছু ভাসমান ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হত। গোলাপগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।

অভিযান চলাকালীন সময় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, পথচারীদের নিরাপদ চলাচল, পৌর শহরকে যানযটমুক্ত করতে আমাদের এই অভিযান। উচ্ছেদ অভিযানের পর যদি পুনরায় ব্যবসায়ীরা দোকানপাট বসিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষণে গ্রহণ করা হবে। পৌরশহরকে সুন্দর রাখতে তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেন। 

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

উচ্ছেদ অভিযানে গোলাপগঞ্জের রাজনৈতিক-সামাজিক-পৌরসভার কাউন্সিলর, বনিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ