Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-02-28T07:48:00Z
জৈন্তাপুর

জৈন্তা মহিলা মাদ্রাসার শিক্ষা সফর

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একমাত্র মহিলা মাদ্রাসা জৈন্তা জামেয়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। উচ্ছ্বল আনন্দে সারাটা দিন কাটিয়েছেন শিক্ষার্থীরা। গত রবিবারে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ শিক্ষা সফরে শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

শিক্ষা সফরের অংশ হিসেবে তারা বিশ্ব সুন্দর পরিবেশের অন্যতম স্থান সুনামগঞ্জের শিমুলবাগান ও সুনামগঞ্জ সুরমা ব্রিজ পরিদর্শন করেন। শিক্ষা সফরে অংশ নেন মহিলা মাদ্রাসার সুপার মোঃ জসিম উদ্দীন, প্রতিষ্ঠানে সহ সভাপতি হানিফ আহমদ, সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সহকারী শিক্ষক ও বর্তমানে কর্মরত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেরা ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক রাজিয়া সুলতানা, ফাতেমা বেগম, লুৎফা আক্তার নিপা, রুনা বেগম, মাহদিয়া আক্তার লুনা, শামসুন নাহার নিপা, শামসুন নাহার রিমা অন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।  

মাদ্রাসার সুপার মোঃ জসিম উদ্দীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাকাডেমিক ও ক্যারিয়ার নির্ভর দিকনির্দেশনামূলক তথ্য তুলে ধরেন। তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ