বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহকে মাদ্রাসার ঢুকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (৪৮) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাদ্রাসার সুপার গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত হাবিবুর রহমান ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত তবারক আলীর পুত্র।
অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাবিবুর রহমান মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে মাদ্রাসার সুপার আরিফ বিল্লাহের সাথে অশালীন আচরণ করেন। এসময় হাবিবুর অকথ্য ভাষায় গালি গালাজ চিৎকার চেচামেচি এক পর্যায়ে প্রাণ নাশেরও হুমকি প্রদান করেন।
এসময় মাদ্রাসার সহ সুপার, দপ্তরি সহ এলাকার কয়েকজন মুরব্বিও উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন নাম্বারটা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ জানান, মাদ্রাসার বাউন্ডারির জায়গা নিয়ে হাবিবুর রহমানের কি প্রব্লেম রয়েছে। আমি এসব বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও মাদ্রাসার অভিবাবক উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করার জন্য কথা বলি। কিন্তু উনি আমার উপর উত্তেজিত হয়ে আশালিন আচরণ করেন। আমায় গালি গালাজ সহ প্রাণ নাশেও হুমকি প্রদান করেন। এরপর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিনও মাদ্রাসায় আসলে তাকে হাবিবুর রহমান গালিগালাজ ও হুমকি ধামকি দেন।
আমি এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।