Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-02-10T12:32:01Z
গোলাপগঞ্জ

মডেল প্রবাসী কল্যাণ পরিষদের হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পৌর সদরের কদমতলী জামে মসজিদ প্রাঙ্গনে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও আফজাল হোসেন আক্তার এবং হাফিজ মাওলানা খায়রুল বাশার দেলওয়ারের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির নছিহত পেশ করেন খলিফায়ে বায়মপুরী শায়খ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী।

প্রধান আলোচকের নছিহত পেশ করেন মাওলানা রুহুল আমিন সাদী, নছিহত পেশ করেন ঘোষগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা ছাদিকুর রহমান, কদমতলী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ৩নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান,
মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা উপদেষ্টা রুহেল আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহমদ, পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, মাওলানা মুমিন আহমদ শাকিল, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক আফছর আলী, অর্থ সম্পাদক হেলাল আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো: মিজান আহমদ, জামেয়া খাদিমুল ইসলামের শিক্ষক মাওলানা আশরাফ জুবায়ের, মাওলানা জাবের আহমদ, হাফিজ জাকির আহমদ, পরিচালনা কমিটির সদস্য সাদিকুর রহমান সাদিক, অলিউর রহমান তামিম, রাহেল আহমদ, সাকেল উদ্দিন, আতিকুর রহমান নিপু, আশরাফুল আলম, রেদোয়ান আহমদ, রাসেল আহমদ প্রমুখ। 

উল্লেখ্য, মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গত ৫ ফ্রেব্রুয়ারী প্রথম বারের মতো গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক প্রথম ১৫ পারা হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
এতে উপজেলার প্রায় শতাধিক প্রতিযোগি অংশ নেন তাদের মধ্যে ১০ জন কে পুরুষ্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারী আফিফুল ইসলামকে নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ একই ভাবে দ্বিতীয় স্থান অধিকারী মো. মাশহুদ আহমদকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী মো. হুজায়ফা আল মাহদীকে নগদ ৫ হাজার টাকা ও পরবর্তী বিজয়ীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ