বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন সিলেট-১ ও ৩-এর সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বাড়ানোর কারণে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কমিশন সচিবালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনের সদর উপজেলার একটি ইউনিয়ন ও তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগে আসনটি ছিল সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে। প্রাথমিক তালিকায় সদর উপজেলার সঙ্গে সিটি করপোরেশনের ১-২৭ ও ৩১-৩৯ নম্বর ওয়ার্ড যুক্ত করার কথা বলা হয়েছে।
অপরদিকে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার দুটি ইউনিয়ন ও একটি ইউপির আংশিক সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে আসনটিতে রয়েছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। প্রাথমিক তালিকায় সিটি করপোরেশনের ২৮-৩০ ও ৪০-৪২ এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা রাখার প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আদমশুমারির খসড়া রিপোর্টের ভিত্তিতে সীমানা পুননির্ধারণ করতে গেলে রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে আসন সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে গ্রামাঞ্চলে। এ কারণে এবার সীমানা নির্ধারণে প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব দেয়া হয়েছে।
কমিশনার আলমগীর বলেন, ‘প্রশাসনিক পরিবর্তন হয়েছে এমন সর্বোচ্চ ছয়টি আসনে পরিবর্তন এনে সীমানার খসড়া চূড়ান্ত করেছে কমিশন। এ খসড়ার ওপর কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ২০ দিনের মধ্যে তা কমিশনকে জানাতে হবে।
আপত্তি শুনানি শেষে আগামী জুনে দ্বাদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। এর আগেই ৩০০ আসনের সীমানা পুননির্ধারণ করতে চায় ইসি।
সূত্র : সময় টিভি