বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে কুশিয়ারা নদীর উপর শিকপুর-বহরগ্রাম সেতুর টেন্ডার আহবান করা হয়েছে। টেন্ডার আহবান হওয়ায় আনন্দে উল্লসিত হয়েছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার হাজার হাজার মানুষ।
কয়েকটি পত্রিকায় টেন্ডার আহবানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট এলজিইডি বিভাগ। ৮৩৯ মিটার ও ৯.৮ মিটার প্রস্থ সেতুটি নির্মাণ করতে ব্যয় হবে ১শত ২৬ কোটি টাকা। গত ১ ফেব্রুয়ারি এলজিইডির সিলেটের নির্বাহী প্রকৌশলী সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহবান করেন। দরপত্র আহবানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি শিকপুর-বহরগ্রাম সেতু নির্মাণ হতে যাচ্ছে বলে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তারা।
সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় দুই উপজেলার মানুষ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ব্রীজ নির্মাণ হওয়ার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ উপকৃত হবেন। তাদের জীবনযাত্রা ব্যাপক উন্নতি ও পরিবর্তন আসবে।