বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার টাইটেল উত্তীর্ণ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার রাত ৮টায় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের পক্ষ থেকে এ পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’র সহ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থখলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মজদ্দুদ্দিন আহমদ, মাওলানা মজির উদ্দিন, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাঘা মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ, নায়েবে মুহতামিম হাফিজ ফারুক আহমদ, শিক্ষা সচিব শায়খুল হাদীস হাফিক কয়েছ আহমদ, সহকারী শিক্ষা সচিব মসররফ হোসাইন চৌধুরী, বাঘা মদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজ উদ্দিন, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন।
এসময় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ উত্তীর্ণ ৩৫জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পড়িয়ে দেন।
উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সুমন, প্রচার সম্পাদক আহমদ আহসানুল হক, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ প্রচার সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী ও মিছওয়াক ও বই বিতরণ করা হয়।