বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলে পিঠা উৎসব আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘার চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের মাঠে উৎসবমুখোর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসবে বিপুল সমাগম দেখা যায়।
অনুষ্টানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আলী হোসেন রাবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো নিউইয়র্কের সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নর্থ ওয়েলস্ বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
পিঠা উৎসবে হরেক রকম পিঠার মধ্যে নয়নতাঁরা, ফুল পিঠা, রাজকীয় পিঠা, নকশি পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, সুজির বরফিসহ মজার মজার সব পিঠা দেখতে ও খেতে দর্শনার্থীদের ভিড় জমে স্টলগুলোতে। এছাড়াও স্টলগুলোতে ডাল বরফি, সন্দেশ, ডালপুরি, গোলাপ পিঠা, খেজুর পিঠা, আলুর পরোটা, নুডলসের পাঁকুড়া, পাপড়, মনমোহন, ফুলজুরিসহ ভিন্ন ভিন্ন নামেরও পিঠার দেখা মিলে।