Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-02-28T05:54:41Z
সিলেট

সিলেটে ছেলেকে কবরে দিয়ে এসে বাবাও চিরনিদ্রায়

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের ওসমানীনগর উপজেলায় ছেলেকে কবর দিয়ে এসে আধা ঘণ্টার মধ্যে মারা গেলেন বাবাও।  

রোববার বিকালে উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের বাড়ি থেকে আলী আকবরের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে ছেলের দাফন শেষ করে বাড়ি আসেন ফারুক মিয়া (৭৫)। বেলা ৩টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানান ভাগনে ফারুক মিয়া।

তিনি আরও বলেন, “মামা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ছয় মাস আগে মামীও মারা গেছেন।”

আকবরের দাফনের পর আত্মীয়-স্বজনরা বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও তাদের বাড়ি ফেরা আর হয়নি। রাত ৮টায় জানাজার নামাজের পর ফারুক মিয়ার দাফন সম্পন্ন হয়।

আলী আকবর দুই সন্তানের জনক ছিলেন।

ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী আকবর আত্মহত্যা করেছেন। মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ