বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহকে মাদ্রাসার ঢুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার সম্মুখে মীরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন, মাদ্রাসার সহ সুপার মাওলানা জামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুর রব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহাবুব আলম, ইসহাক আহমদ, মুন্নি আক্তার তান্নি, নুরু বেগম।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তিমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ দুপুর ১টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত তবারক আলীর পুত্র হাবিবুর রহমান মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে মাদ্রাসার সুপার আরিফ বিল্লাহের সাথে অশালীন আচরণ করেন। এসময় হাবিবুর অকথ্য ভাষায় গালি গালাজ চিৎকার চেচামেচি এক পর্যায়ে প্রাণ নাশেরও হুমকি প্রদান করেন।
এ ঘটনায় ওই মাদ্রাসার সুপার গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা যায়।