বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে গোয়াবাড়ীর এলাকা হতে ভারতীয় ১ নারী আটক করেছে বিজিবি। আটক নারীকে বিএসএফ’র নিকট হস্তান্তরের পক্রিয়া চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপর ১ টায় ১৯ বিজিবি’র জৈন্তাপুর (রাজবাড়ী) ক্যাম্পের টহল টিম গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে উপজেলার জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিব নগর এলাকায় ভারতীয় নাগরিককে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের টহল টিম অভিযান পরিচালনা করে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাস (১৯) কে আটক করে।
নাইকো জানায়, 'ফেইস বুকের মাধ্যমে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলের সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের প্রেক্ষিতে কথা হয়। একপর্যায়ে তার পরামর্শে আমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসি।'
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস নামের এক নারীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের পক্রিয়া অব্যাহত রয়েছে।'