বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেছে র্যাব-৯।
দণ্ডপ্রাপ্তরা হলেন: কিরণ দেবনাথ (৫৬), মো. আব্দুল মতিন (৪৯), মো. রাজু আহমদ (৪০) ও পিয়াস মিয়া (২৪)।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার। তাকে সহযোগিতা করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র্যাবের একটি দল। অভিযানে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার বলেন, ‘দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও পাসপোর্ট করতে পারছে না। লোকজন দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে তাদেরকে মোটা অংকের টাকা দিচ্ছে। এই হয়রানি থেকে জনগণকে রক্ষা করতে আমরা অভিযান পরিচালনা করেছি। চারজনকে ধরেছি এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। আমাদের এমন অভিযান নিয়মিত চলবে।’
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান বলেন, ‘আমরা গোয়েন্দাদের মাধ্যমে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসকে নজরদারিতে রেখেছিলাম। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।’