বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : কানাডায় বাড়ির আছে শুনলেই আজকাল দুর্নীতির গন্ধ পাওয়া যায়। শোনা যায়, এরইমধ্যে দেশের ধনাড্য ব্যক্তিদের অনেকে সেখানে নিজেদের অবৈধ আয়ে গড়ে তুলেছেন প্রাসাদসম বাড়ি। এবার এই তালিকায় নাম উঠেছে অভিনেতা মোশাররফ করিমের। কানাডায় বাড়ির সন্ধান পাওয়া গেছে তার।
তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এটি একটি টেলিফিল্মের গল্প। ‘স্বর্ণমানব’ টেলিফিল্মের কথা সবার জানা। টেলিফিল্মটির পঞ্চম সিরিজ আসছে। এতে অভিনয় করছেন মোশাররফ। চোরাচালানের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে কীভাবে কানাডায় সেকেন্ড হোম গড়ে তোলেন তিনি সেটাই দেখানো হবে এই সিজনে।
বিমানবন্দর, রেলস্টেশন, বিলাসবহুল হোটেলসহ বেশকিছু স্থানে টেলিফিল্মের শুটিং করা হয়েছে। সীমান্ত এলাকায় সংঘটিত চোরাচালানের গল্পও উঠে এসেছে এতে। মইনুল খানের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন এস এ হক অলিক।
‘স্বর্ণমানব’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, তারিন, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, ওয়ালিউর রহমান রুমী, আমানুল হক হেলাল, খালিদ, মাসুদ প্রমুখ। ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে বেশ কয়েকটি বেসরকারি টভি চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে।