বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম এলেই কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর ঘণশ্যাম রাস্তা। আর শুকনো মৌসুমে ধুলায় অতিষ্ঠ হতে হয় সবাইকে।
গ্রামবাসীকে এ দুর্ভোগের কবল থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন এ গ্রামেরই প্রবাসী ও এলাকাবাসী। সম্প্রতি গ্রামের রাস্তাটি ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে পাকা করার উদ্যোগ নিয়েছেন তারা।
গতকাল সোমবার থেকে রাস্তা পাকাকরণের কাজ শুরু করেছে এলাকাবাসী। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ।