নিজস্ব প্রতিবেদক : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরীর বদলী জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গোটাটিকরস্থ সমিতির সদর দপ্তরে সমিতি বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব বান্টা, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সমিতি বোর্ডের সচিব মুহাম্মদ আব্দুল হাই নন্না, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব, বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন,সদর দপ্তরের ডিজিএম (কারিগরী) ফাহাদ শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, যে জিএম দিলীপ চন্দ্র চৌধুরী কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান উপলক্ষে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা এ প্রদান করা হয়।