Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-01-03T13:25:49Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পৌর এলাকার স্বরস্বতী গ্রামে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।

অভিযানে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি ও টিলা কাটার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ