বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি - ১ এর বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সমিতির আওতাধিন ৮টি উপজেলার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে গোলাপগঞ্জের ড্রীমল্যান্ড পার্কে সারা দিন নানা কর্মসূচীর মধ্য দিয়ে বনভোজন সম্পন্ন হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও লটারী ড্র, পুরস্কার বিতরনের মত আয়োজন ছিল বনভোজনে। এতে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আক্তারুজ্জামান লস্কর, সমিতির সচিব মোহাম্মদ আব্দুল হাই নন্না, পরিচালক মাহবুব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সঞ্জিব কুমার রায়, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ প্রমুখ।