বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের বর্তমান পরিষদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ সম্মুখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টুর সভাপতিত্বে ও ইউপি সদস্য কাওছার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য শামিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক এইচ এম শফি, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, ইউপি সদস্য আব্দুল গফফার কুটি।
এছাড়া বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমদ, সমাজসেবী এস এ মালেক, রাসেল আহমদ, কাওছার আহমদ, ফজলুর রহমান জসিম, প্রবাসী ফখরুল ইসলাম, শাহিন আহমদ।
এসময় রাজনৈতিক-সামাজিক, ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন থেকে আগত সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ইউনিয়নের সর্বস্থরের জনগণের সামনে বিগত ১ বছরের ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু। এছাড়া সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন।
এসময় অতিথিকবৃন্দ উপস্থিত সবাই জবাবদিহি মূলক অনুষ্ঠানের আয়োজন করায় আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ভুয়সী প্রশংসা করেন এবং তাদের আগামীর উন্নয়ন মূলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।