বিজ্ঞাপন
নিজস্ব প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ১ম ফাহাদ আহমদ ( আমেরিকা প্রবাসী'র ) উদ্যোগে ১দিন ব্যাপী সিক্স- এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) এমসি একাডেমি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন হয়। আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও নাবিল আহমদ তুহিন এবং রাহাত আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন - গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবণ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (০১) হেলালুজ্জামান হেলাল, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিল জায়েদ আহমদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিল নুরুল আম্বিয়া চৌধুরী জামিল।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের পরিচালনা কমিটির মান্না, টিপু, এনায়েত, রাশেদ, এহসান, মাহিন সহ প্রমুখ।