Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-01-15T15:25:49Z
সিলেট

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : শহরতলীতে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে সিলেটের এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিমসন ডে চৌধুরী (৩৩) মহানগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকার লাক্কাতুরা বাজার এলাকায় সিমসন ডে চৌধুরীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় কারচালকসহ আশপাশে লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সিমসন ডে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কারচালক থানা হেফাজতে রয়েছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ