বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : শহরতলীতে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) সকালে সিলেটের এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিমসন ডে চৌধুরী (৩৩) মহানগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকার লাক্কাতুরা বাজার এলাকায় সিমসন ডে চৌধুরীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় কারচালকসহ আশপাশে লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সিমসন ডে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কারচালক থানা হেফাজতে রয়েছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।