বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ সার্কেল অফিসে সার্কেল ইন্সপেক্টর কর্মকর্তা শ্যামল বণিককে সিলেটের জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে মৌলভীবাজারের রাজনগর থানায় তিন বছর, জৈন্তাপুর মডেল থানায় এক বছর ও ওসমানীনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৫ জানুয়ারী) পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে শ্যামল বণিককে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকালপয়েন্ট কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক বলেন ঐতিহ্যবাহী পণ্যভূমি সিলেটের জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের আদেশে নিয়োজিত হইলাম।সিলেট জেলার সকল শ্রেণী পেশার সকলের সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে প্রার্থনা করছি।