বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের তেমুখি-বাদাঘাট সড়কের সোনাতলা এলাকায় ট্রাকচাপায় আশফাক উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
নিহত আশফাক উদ্দিন (৫৫) শিবেরবাজারের স’মিলের মালিক ও কাঠ ব্যবসায়ী। তিনি হাটখোলা ইউনিয়নের পাগইল পশ্চিমপাড়া গ্রামের সিকন্দার আলীর ছেলে।
আহতরা হলেন, দিঘীরপাড় গ্রামের প্রবাসী মামুন কবিরের স্ত্রী শিরিনা বেগম (৪১), তার মেয়ে জাহানারা বেগম (১৬), মামুন কবিরের ভাতিজি মারজিয়া বেগম (৪) ও তোফা (২) এবং পাগইল এলাকার অটোরিকশাচালক ফাইয়াজ আহমদ (২২)। এর মধ্যে শিরিনা বেগমের অবস্থা গুরুতর।
সোমবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইউরো বাংলা সিরামিক কোম্পানির পাশে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পাশে পড়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।