বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
বৃহস্পতিবার সকালে কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মান্না আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন, সাধারণ সম্পাদক তানিম রহমান সানি, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহদী আহমদ সানী ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল হক তুষারের নেতৃত্বে সকালে নেতাকর্মীর স্লোগানে দিয়ে সংঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় কমিটির অন্যান্য সদস্যের পাশাপাশি সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; দীর্ঘদিন পর গত সোমবার (৫ ডিসেম্বর) গোলাপগঞ্জ গোলাগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।